ঢাকা-ঈশ্বরদী রলেপথের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মাটিকুড়া নামকস্থানে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর আলাউদ্দিনের (১৪) মৃত্যু হয়েছে। সে কুমিল্লার মুরাদনগড়র উপজেলার বাকোরনগড় (খুলনা) গ্রামের কনু মিয়ার ছেলে জিআরপি থানার ডিউটি অফিসার এসআই মর্জিনা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত কিশোর বন্ধুদের সঙ্গে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। কিন্তু তারা ভুলবশত মঙ্গলবার সকালে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে। ট্রেনটি ওইদিন দুপুওে উল্লেখিত স্থানে পৌছলে ট্রেনের ছাদ থেকে পড়ে আলাউদ্দিন গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে মারা যায়। বুধবার দুপুরের দিকে ওই হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয় এবং বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।